সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১


তামিম-সাকিবদের নিয়ে কেমন হলো রূপগঞ্জের দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:২২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা চলে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলেই সময় দেন।

যে কারণে ডিপিএল ভক্তদের কাছে সবসময়ই যোগ করে বাড়তি উন্মাদনা। আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর।

আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে চলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামরা।

এ ছাড়া কথা চলছে সৌম্য সরকার এবং সাইফ হাসানের সঙ্গে। কোচ হিসেবে থাকছেন নাজমুল হোসেন সেটাও এক প্রকার নিশ্চিত।

রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটাররা হলেন-

তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

সোমবার ৩১ মার্চ ২০২৫