শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১


ইয়াং-ল্যাথামের জোড়া শতকে চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:১৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচি স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান।

আগে বল করতে নেমে ম্যান ইন গ্রিনদের বোলাররাও খেলেছেন দুর্দান্ত। আঁটসাঁট বোলিংয়ে ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ বাড়াতে দেননি। তবে উইল ইয়াংয়ের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন টম ল্যাথাম। এ দুজনের জোড়া সেঞ্চুরির সুবাদেই শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার মিলে শুরুটা ভালোই করেছিলেন। তবে দলীয় ৩৯ রানেই ফিরতে হয় ডেভন কনওয়ীকে। কিউই এই ওপেনার ১৭ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন আবরার আহমেদের বলে বোল্ড হয়ে। এর পরের ওভারেই আউট হন কেইন উইলিয়ামসন। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। এরপর ড্যারিল মিচেলও দলের হাল ধরতে ব্যর্থ হন।

২৪ বলে ১০ রান করে মিচেল আউট হন হারিস রউফের বলে ক্যাচ তুলে দিয়ে। এদিকে মিচেল ফেরার পর ক্রিজে আরেক ওপেনার ইয়াংয়ের সঙ্গী হন টম ল্যাথাম। এ দুজন মিলেই দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। দুজন মিলে গড়েছিলেন ১১৮ রানের বড় জুটি। এ জুটি গড়ার পথে শতকের দেখা পেয়েছেন ইয়াং।

১০৭ বলে সেঞ্চুরির দেখা পাওয়া ইয়াং শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ১১৩ বলে ১০৭ রান করে। এদিকে ইয়াং ফিরলেও আরেক ব্যাটার লাথাম ছিলেন ক্রিজে। ইয়াং ফেরার পর সেঞ্চুরির দেখা পান তিনি। তার সঙ্গে দুর্দান্ত ব্যাট করেছেন গ্লেন ফিলিপ্সও।

পঞ্চম উইকেটে এ দুজন মিলে গড়েছিলেন রানের দুর্দান্ত ১২৫ রানের অপরাজিত জুটি। ল্যাথাম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৫ রানে। ফিলিপ্স অপরাজিত ছিলেন ৬১ রানে। এ দুজনের দুর্দান্ত ইনিংসের সুবাদেই ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রানের সংগ্রহ পায় কিউইরা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১২ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০০ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫