সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২


ভালো শুরুর পর ফিরলেন তামিম, তিনে ব্যর্থ মিরাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভালো শুরুর পর ১৯ রানের ব্যবধানে দুই উইকেটের পতন। তাই ম্যাচে কিছুটা হলেও আবারো পিছিয়ে গেছে বাংলাদেশ। এখান থেকে দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।

১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৮ রান। ৩৪ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার হৃদয়ের সংগ্রহ ১ রান।

তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফলই হয়েছেন শান্ত। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত।

তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম। ভালো শুরু পাওয়ার পর দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় নিউজিল্যান্ড। আক্রমণে এসেই সাফল্যের দেখা পান মাইকেল ব্রেসওয়েল। ওভারের দ্বিতীয় বলটি মিডউইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তামিম, ভালো টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেছেন তামিম।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মেহেদি হাসান মিরাজও। তিনে নেমে ব্যর্থ এই অলরাউন্ডার। অবশ্য উইকেটে এসেই স্ট্রেইট ড্রাইভে দুর্দান্ত এক ছক্কা দিয়ে শুরু করেছিলেন তিনি। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে উইল ও’রুর্ককে অন সাইডে খেলতে গিয়ে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন। তার আগে ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

সোমবার ১২ জানুয়ারী ২০২৬