বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


আজ ইংল্যান্ড হারলে লাভ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১ মার্চ ২০২৫, ১৬:২৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত 'চ্যাম্পিয়ন' হওয়ার হুংকার দিয়েছিলেন। মুখে শতভাগ দিলেও মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ ফলাফল শূন্য। আইসিসি টুর্নামেন্ট আসে আর যায় বাংলাদেশের গল্প যেনো সেই পুরনোই রয়ে যায়। ব্যাটারদের না হয় বোলারদের ব্যর্থতা নিয়ে দেশে ফিরতে হয় টাইগার ক্রিকেটারদের। এবারও তার ব্যাতিক্রম হয়নি টাইগারদের।

১৯৯৯ সাল থেকে আইসিসির বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ দল নিয়মিত অংশগ্রহণ করে আসছে। ২৫ বছর ধরে নিয়মিত অংশগ্রহণ করা দলটি শিরোপার স্বাদ পাওয়াতো দূরের কথা, কোনও টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে পারেনি। পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিত আরও একটি আইসিসি ইভেন্টে ব্যর্থতার গ্লানি সঙ্গী করে দেশে ফিরেছে নাজমুল হোসনে শান্তরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিলো তার কাছে যাওয়া তো দূরে থাক গ্রুপ পর্ব থেকে দেশের বিমানের টিকিট ধরতে হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে কোনও ম্যাচ না জেতার দুঃসহ স্মৃতি নিয়েই পাকিস্তান থেকে দুবাই হয়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। প্রত্যেকে নিজ নিজ গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচ জিততে না পারলেও আর্থিক ভাবে বেশ ভালো ভাবেই লাভবান হচ্ছেন টাইগাররা! বাংলাদেশ আছে সপ্তম স্থানে। ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ষষ্ঠ হবে। অর্থাৎ, ইতোমধ্যেই বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা চলে এসেছে।

আজ যদি ইংল্যান্ড প্রোটিয়াদের কাছে হেরে যায় নেটরান রেটের কারণে তারা নেমে যাবে সাত নম্বরে। সেক্ষেত্রে বাংলাদেশ উঠে আসবে ছয় নম্বরে। তখন প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫