বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


ভারত সবকিছুতে বাড়তি সুবিধা নেয়, আইপিএল বর্জন করা উচিত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২ মার্চ ২০২৫, ১৬:৫৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।

হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্কের মাঝেই এবার এ প্রসঙ্গে কথা বলেছেন ইনজামাম-উল-হক।

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, ভারত শুধু এবারই নয় আরো অনেক ক্ষেত্রেই বাড়তি সুবিধা নেয়। এমনকি ফ্যাঞ্চাইজি লিগ আয়োজনের ক্ষেত্রেও আধিপত্য তাদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তান ছাড়া সব দেশের ক্রিকেটাররা খেললেও, ভারতের কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের লিগে খেলেন না। এ জন্য সব দেশের উচিত আইপিএল বর্জন করা, এমনটাই মনে করেন ইনজামাম।

তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না।'

'অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।'-যোগ করেন তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫