রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১


ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট ও রান কার?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৮ মার্চ ২০২৫, ১৭:১৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেখতে দেখতেই শেষপ্রান্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। আইসিসির এ টুর্নামেন্টের পর্দা নামতে বাকি আর এক ম্যাচ। শিরোপার লড়াইয়ে আগামীকাল ৯ মার্চ (রোববার) মাঠে নামবে নিউজিল্যান্ড ও ভারত। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এবারের আসরে ভারত ও নিউজিল্যান্ড গ্রুপ পর্বে ছিল একই গ্রুপে। গ্রুপ পর্বের ম্যাচে কিউইদের বিপক্ষে দারুণ এক জয়ই পেয়েছিল রোহিত শর্মার দল। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে টুর্নামেন্টে এখন দ্বিতীয় জয়ের অপেক্ষায় দলটি।

বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বের ম্যাচে হারানোর পর সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। ওদিকে ভারতের কাছে গ্রুপ পর্বের ম্যাচে হারলেও পাকিস্তান ও বাংলাদেশকে হারিউএ শেষ চার নিশ্চিত করা নিউজিল্যান্ড সেমিফাইনালে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ভারত ও নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চলুন দেখে নেওয়া যাক এ টুর্নামেন্টে ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে এগিয়ে আছেন কারা।

সবচেয়ে বেশি রান-

এবারের আসরে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। জশ বাটলারের দল তিন ম্যাচে হারলেও আসরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রানের মাইল বেন ডাকেট। ইংলিশ ওপেনার তিন ম্যাচে করেছেন ২২৭ রান। তবে ফাইনালের পরও তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক না থাকার সম্ভাবনাই বেশি। কেননা, এ তালিকায় দুইয়ে আছেন রাচীন রবীন্দ্র, তার রান ৩ ম্যাচে ২২৬, ফাইনালে ২ রান করতে পারলেই ডাকেটকে ছাড়িয়ে যাবেন তিনি। এছাড়া বিরাট কোহলি (২১৭), শ্রেয়াস আইয়্যার (১৯৫), টম ল্যাথামদের (১৯১) সামনেও সুযোগ আছে ডাকেটকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার।

সবচেয়ে বেশি উইকেট-

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ম্যাত হেনরি। নিউজিল্যান্ডের এই পেসার ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তবে আগামীকাল ফাইনালে খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

এদিকে হেনরিকে টপকে যাওয়ার সুযোগ আছে মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তীদের সামনে। শামি ৪ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট, আর ২ ম্যাচ খেলা বরুণ নিয়েছেন ৭ উইকেট।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:২৬ বিকেল
মাগরিব ০৬:০৬ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

রবিবার ৯ মার্চ ২০২৫