সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২


ডর্টমুন্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে পয়েন্ট খোয়ালো বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৫, ১১:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বুন্দেসলিগায় শীর্ষে থাকলেও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে শিরোপার দৌড়ে আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ মিস করেছে তারা।

ডর্টমুন্ডের ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি বায়ার্ন। বরং ম্যাচের প্রথম অন টার্গেট শটেই এগিয়ে যায় ডর্টমুন্ড। ৪৮ তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান বাইয়ার হেডে গোলরক্ষক জোনাস উরবিগকে পরাস্ত করেন।

এদিকে বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও গোলের দেখা পাচ্ছিল না বায়ার্ন। ওয়াল্ডেমার অ্যান্টনের ডাইভিং ক্লিয়ারেন্স তাদের নিজেদের বারেই লেগে ফিরে আসে। তবে সার্জ জিনাব্রির বদলি হিসেবে মাঠে নামা বদলে দেয় বায়ার্নের রক্ষণভাগের গতি।

জিনাব্রির গতিময় দৌড় থেকেই গোল করেন রাফায়েল গুরেইরো, পুরনো ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে গোল পেয়ে যান তিনি। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে আবারও দৃশ্যপট বদলে দেন জিনাব্রি, দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে এগিয়ে দেন বায়ার্নকে।

তবে ম্যাচ শেষ পর্যন্ত বায়ার্নের দিকে ঝুঁকেনি। ৭৫ তম মিনিটে ডর্টমুন্ড সমতায় ফেরে। সেরহু গিরাসির অ্যাক্রোবেটিক শট ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে পাঠান অ্যান্টন।

শেষ মুহূর্তে দুই দলই পেয়েছিল জয়ের সুযোগ। তবে কেউই গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় দুই দলই গোলবঞ্চিত হয়। এদিকে বায়ার্নের মতোই জয়ের সুযোগ হাতছাড়া করেছে বায়ার লেভারকুজেনও।

এদিকে ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি বায়ার্ন-ডর্টমুন্ড দুই দলই। বার্সার বিপক্ষে ৪-০ ব্যবধান ঘোচানোর চ্যালেঞ্জ ডর্টমুন্ডের সামনে, আর বায়ার্নকে যেতে হবে ইন্টার মিলানের মাঠে, প্রথম লেগে পিছিয়ে আছে ২-১ গোলে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:২৩ ভোর
যোহর ১২:০০ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৩ সন্ধ্যা
এশা ৭:৩৭ রাত

সোমবার ১৪ এপ্রিল ২০২৫