মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর এবারের আসর শুরু হয়েছে গতকাল। উদ্বোধনী দিনেই মাঠে নামেছিল করাচি কিংস। এই দলেই এবারের আসরে খেলার কথা ছিল লিটন দাসের। তবে তা আর হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগেই চোটে পড়েছেন তিনি। ফলে পাকিস্তান থেকে ফিরে আসতে হয়েছে তাঁকে।
মুলতান সুলতানসের বিপক্ষে গতকালের ম্যাচ দিয়ে এবারের আসরে নিজেদের অভিযান শুরু করেছে করাচি। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান লিটন।
অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডানহাতি ব্যাটার।
পাকিস্তান থেকে গত রাতে দেশে ফিরেছেন লিটন দাস। দেশে ফিরে বিমানবন্দরে হতাশার কথাই শুনিয়েছেন লিটন। তিনি বলেন, ‘কিছু নিয়ে আসতে পারিনি সেখান (পাকিস্তান) থেকে। মনে হয় বেশির ভাগই হারিয়েছি। যেহেতু চোট একটা বড় ইস্যু, তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশি কিছু হারিয়ে ফেলেছি।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্য তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম, ভেবেছিলাম পুরো টুর্নামেন্টই খেলব। আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। তবে ভাগ্যের ওপর কোনো কিছু নেই। মাঝেমধ্যে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন। আপনার হাতে অনেক কিছুই থাকবে না। অনেক কিছু বিধাতা লিখে রাখে। এটা মানতেই হবে।’
করাচি কিংসের প্রশংসা করে লিটন বলেন, ‘তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ কল আমার ওপর ছেড়ে দিয়েছিল যে আমি কী করব। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যাথা হছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া ওরকম একটা টুর্নামেন্ট খেলা খুব কষ্ট।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)