মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ হয়ে পড়া গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাড়িঘর, হাসপাতাল সব জায়গাতেই প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থসহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস।
এক্স হ্যান্ডলে বার্তায় গাজার মানুষের জন্য অনন্য পদক্ষেপের কথা জানিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান। এদিন তারা করাচি কিংসের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে বলেছে, মুলতান ক্রিকেটারদের প্রতিটি ছক্কা ও উইকেটের পিঠে ১ লাখ করে পাকিস্তানি রুপি গাজার জন্য দেবে ফ্র্যাঞ্চাইজিটি। যা বাংলাদেশি টাকায় ৪৩ হাজার টাকা।
ম্যাচের আগে টস করতে নেমে ঘোষণাটি দেন মুলতান অধিনায়ক রিজওয়ান। বলেন, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি ছয় ও উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’ যদিও তখন আর্থিক অঙ্কটা জানাননি রিজওয়ান।
পরে মুলতানের মালিক আলি তারিন ভিডিও বার্তায় জানান, ‘এবারের পিএসএলে মুলতান সুলতানস ফিলিস্তিনে দাতব্য সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ক্রিকেটাররা এই উদ্যোগের অংশ হতে চাওয়ায়, যখনই কোনো ব্যাটার ছয় হাঁকাবে, তখনই ফিলিস্তিনের জন্য ১ লাখ রুপি বরাদ্দ হয়ে যাবে। একইভাবে বোলাররা উইকেট পেলেও প্রতিটির জন্য বরাদ্দ হবে সমপরিমাণ অর্থ। বিশেষত শিশুদের জন্য এসব অর্থ ব্যয় করা হবে।’
এদিন করাচির বিপক্ষে মুলতানের ক্রিকেটাররা ৭টি ছক্কা হাঁকানোর পাশাপাশি ৬টি উইকেট শিকার করেছেন। দাতব্য খাতে তারা ১.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি (সাড়ে ৬ লাখ টাকা) প্রদানের ঘোষণা দিয়েছে ম্যাচ শেষে। যদিও ম্যাচ জিততে পারেনি রিজওয়ানরা। আগে ব্যাটে নেমে অধিনায়কের সেঞ্চুরিতে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। লক্ষ্য তাড়ায় নেমে করাচি ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতে যায়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)