মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২


এক ম্যাচ নিষিদ্ধ হৃদয়, এবাদতের ৪০ হাজার জরিমানা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ ও ৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর দিনে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন মোহামেডান ক্যাপ্টেন তাওহীদ হৃদয়। চলমান ডিপিএলে এক ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে এবাদত হোসেনকে।

ম্যাচে আবাহনীর ইনিংসের অষ্টম ওভারের ঘটনা, পেসার এবাদত হোসেনের লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ। মোহামেডানের খেলোয়াড়েরা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, বরং করতে থাকে প্রতিবাদ। আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়।

এই ঘটনায় ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর কারণে তিনি লেভেল টু আচরণবিধি ভাঙেন, তাতে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডান অধিনায়ককে।

আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষুদ্ধ হয়ে শাস্তি পেয়েছেন এবাদত হোসেনও। লেভেল ওয়ানের আচরণবিধি ভঙের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবাদতকে।

গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ে ৩৯ রানে জিতেছে মোহামেডান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় তারা। জবাবে ১৬ বল আগেই আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:২১ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৩ সন্ধ্যা
এশা ০৭:৩৮ রাত

মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫