সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২


‘নিলামেই হেরে গেছে চেন্নাই’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২২ এপ্রিল ২০২৫, ০০:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আইপিএলে নিজেদের ইতিহাসে এমন বাজে সময় খুব একটা দেখতে হয়নি চেন্নাই সুপার কিংসকে। চলমান আসরেই টানা ৫ ম্যাচ হারের হারের বিব্রতকর রেকর্ড গড়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ৮ ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে সিএসকে।

আইপিএল থেকে প্রায় বিদায় হয়েই গিয়েছে অন্যতম সফল দলটি। চেন্নাইয়ে খেলা দুই সাবেক ক্রিকেটার মনে করছেন, এমনটাই হওয়ার কথা ছিল। কারণ মহানিলামেই আইপিএলে হেরে গিয়েছিল চেন্নাই।

চেন্নাইয়ের ভরাডুবি নিয়ে কথা বলেছেন দলটির হয়ে খেলা ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবং হরভজন সিং। এ দুই সাবেক ক্রিকেটারের মতে, নিলামে যে ধরনের ক্রিকেটার কেনা উচিত ছিল তা কিনতে পারেনি চেন্নাই। তার ফল ভুগতে হচ্ছে এখন।

চেন্নাইয়ে দীর্ঘ দিন খেলা রায়না বলেছেন, ‘সিএসকের নিলাম খুব খারাপ হয়েছে। নিলামে এত প্রতিভাবান, এত তরুণ ক্রিকেটার ছিল। কোথায় গেল তারা? তোমরা এত টাকা নিয়ে যাও নিলামে। ঋষভ পন্তকে নিলে না? শ্রেয়াস আয়ারকে নিলে না? কেএল রাহুলকে নিলে না? চেন্নাই দলটাকে কখনও এত খোঁড়াতে দেখিনি।’

ক্রিকেটার তুলে আনার দায়িত্বে যারা থাকেন, সেই স্কাউটদের কাঠগড়ায় তুলেছেন হরভজন। তার মতে, চেন্নাইয়ের তরুণ ক্রিকেটাররা আস্থার দাম রাখতে পারছেন না।

হরভজন বলেছেন, ‘সিএসকে এত ড় দল। নিলামে ওদের সামনে বড় ক্রিকেটারদের নেওয়ার সুযোগ ছিল। সেটা করেনি। যেসব তরুণ ক্রিকেটারকে নিয়েছে তাদের মধ্যেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মানসিকতা দেখতে পাচ্ছি না। ওদের স্কাউটের বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। ওদের পছন্দের উপরেই তো দল গড়া হয়েছে।’

প্রসঙ্গত, চেন্নাইয়ের হয়ে সবশেষ আসরে খেলা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েও এবার আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটিং, বোলিং সব বিভাগেই ভুগছে আইপিএল ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

সোমবার ১২ জানুয়ারী ২০২৬