সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২


লিগ শিরোপা জিতেও মেডেল পাননি যারা, শঙ্কায় আছেন লিভারপুল তারকাও

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৫, ১৬:০৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দলের সঙ্গে ছিলেন পুরো মৌসুম। ট্রেনিং করেছেন। সাইডবেঞ্চে ছিলেন অপেক্ষায়। সবার সঙ্গে করেছেন শিরোপার উৎসব। কিন্তু লিগ শিরোপা বুঝে পাওয়ার দিনে পাননি মেডেল। বিশ্বের বাকি সব লিগের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপা উৎসবের দিনে বিজয়ী দলের প্রত্যেকের জন্য বরাদ্দ থাকে লিগ জয়ের স্মারক মেডেল। তবে এমন দুর্ভাগা ফুটবলারও আছেন, যারা লিগজয়ী দলের সদস্য হয়েও মেডেল পাননি।

মূলত ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মের কারণেই এই বেড়াজালে আটকেছেন অনেক ফুটবলার। ম্যানচেস্টার সিটির মাইকাহ রিচার্ডস, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েস ব্রাউন এবং চেলসিতে মোহাম্মদ সালাহসহ অনেকেরই ভাগ্যে জোটেনি প্রিমিয়ার লিগের মেডেল। আর চলতি মৌসুমে এমন দুর্ভাগ্যের শঙ্কায় আছেন লিভারপুলের ইতালিয়ান তারকা ফেদেরিকো কিয়েজা।

ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলের হয়ে মেডেল পেতে হলে অন্তত ৫টি ম্যাচ খেলতে হয়। কিন্তু ২০১৩-১৪ মৌসুমে সেটা হয়নি ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মাইকাহ রিচার্ডসের জন্য। ২০১১-১২ মৌসুমে শিরোপাজয়ী দলের সদস্য হলেও পরবর্তীতে পাবলো জাবালেতার কাছে নিজের জায়গা হারান রিচার্ডস। ১৩-১৪ মৌসুমে ৫ ম্যাচও খেলা হয়নি তার।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৯২ সালে গ্যারি নেভিল, ২০০৯ এবং ২০১১ মৌসুমে ওয়েন হারগ্রেভস এবং ফেডেরিকো মাচেদা এবং ২০০৮-০৯ মৌসুমে ওয়েস ব্রাউন লিগ শিরোপা জিতে পাননি মেডেল। এদের মধ্যে ব্রাউন অবশ্য ৮ ম্যাচ খেলেও লিগ শিরোপার মেডেল পাননি। এর কারণ ২০১২ সালের আগে মেডেল পেতে হলে অন্তত ১০ ম্যাচ খেলতে হতো একজন খেলোয়াড়কে।

চেলসির হয়ে দুই প্রিমিয়ার লিগ জেতা নেমানিয়া মাতিচ ২০০৯-১০ মৌসুমে খেলেছিলেন দুই ম্যাচ। সেবার চেলসি লিগ শিরোপা জিতলেও স্বীকৃতি পাননি মাতিচ। একই ভাগ্য ছিল ২০০৪-০৫ মৌসুমে স্কট পার্কার এবং ২০১৪-১৫ মৌসুমে মোহাম্মদ সালাহর।

এবারের মৌসুমে একই শঙ্কায় আছেন লিভারপুলের ফেদেরিকো কিয়েজা। অলরেডদের শিবিরে এসেছিলেন মোহাম্মদ সালাহর বিকল্প ভাবনায়। কিন্তু নিজেই পড়েছেন ইনজুরিতে। সেইসঙ্গে সালাহর অবিশ্বাস্য ফর্মের কারণে মাঠে নামার সুযোগ খুব একটা ছিল না তার সামনে। তবু এখন পর্যন্ত ৪ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। লিভারপুলের সামনে বাকি ৪ ম্যাচ। তার মাঝে অন্তত ১ ম্যাচ খেললেই লিগ শিরোপার মেডেল পাবেন কিয়েজা।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ৩৪তম ম্যাচডে তে গতকাল টটেনহামের বিপক্ষে ৫-১ গোলের জয়ে এবারের মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ৩৪ ম্যাচ শেষে অলরেডদের পয়েন্ট এখন ৮২। দুইয়ে থাকা আর্সেনাল থেকে এগিয়ে আছে ১৫ পয়েন্টে। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব অ্যানফিল্ডের লাল দুর্গে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৯ সন্ধ্যা
এশা ০৭:৪৫ রাত

সোমবার ২৮ এপ্রিল ২০২৫