মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২


একটি সেলফি যে কারণে সালাহর জন্য ‘কাল’ হয়ে দাঁড়াল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৫, ১৪:২৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লিভারপুলের ৫-১ গোলের জয়ের ম্যাচে মোহামেদ সালাহর সেলফি উদযাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা ম্যাচে নিজের গোল উদযাপন করতে গিয়ে যা করলেন মিশরীয় তারকা, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

রবিবার এনফিল্ডে লিভারপুলের পক্ষে চতুর্থ গোলটি করার পর সালাহ প্রথমে স্বাভাবিকভাবেই উদযাপন করেন। এরপর আচমকা এক স্টাফের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে সেলফি তোলেন নিজের পেছনে থাকা উল্লসিত সমর্থকদের সঙ্গে। অনেকে ভাবছেন, এটি হয়তো সাধারণ উদযাপন ছিল না, বরং লিভারপুলের স্পনসর প্রতিষ্ঠানের জন্য পরিকল্পিত কোনো মার্কেটিং ছিল! কারণ সালাহ যে ফোনটি ব্যবহার করেছিলেন, সেটি লিভারপুলের স্পনসরের তৈরি।

তবে সালাহ বিষয়টি ব্যাখ্যা করেছেন বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, “সিজনের শুরু থেকেই যারা গোল করে, তাদের সঙ্গে আমি সেলফি তুলি। এবার ভাবলাম, একটু স্পেশাল কিছু করি। কারণ এই ছবিটা চিরকাল রয়ে যাবে।” ৩২ বছর বয়সী সালাহ প্রায়ই সতীর্থদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এমনকি তার সর্বশেষ দুই বছরের চুক্তি নবায়নের ঘোষণাতেও ছিল একটি সেলফি ছবি।

অনেকে প্রথমে ধারণা করেছিলেন, হয়তো কোনো দর্শকের কাছ থেকে ফোনটি নিয়েছিলেন সালাহ। কিন্তু পরে জানা যায়, ফোনটি ছিল কপ স্ট্যান্ডের সামনে থাকা একটি বিজ্ঞাপন বোর্ডের পেছনে দাঁড়ানো লিভারপুল স্টাফের। সেই সেলফি এখন লিভারপুল ও সালাহ, দুই পক্ষের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে ঝড় তুলেছে। ইতিমধ্যে মিলিয়নের ওপর লাইক ও ভিউ ছুঁয়েছে ছবিটি।

তবে প্রশ্ন উঠেছে, এটি কি খাঁটি আবেগ থেকে জন্ম নেওয়া উদযাপন, না কি কৌশলী এক বিজ্ঞাপন? কারণ গুগল পিক্সেল লিভারপুলের অফিসিয়াল পার্টনার, আর সালাহ সেই ফোন ব্যবহার করেই ছবি তুলেছেন। তবে সমালোচকদের জবাবে কেউ কেউ বলছেন, ম্যাচের আগে তো কেউ জানত না সালাহই গোল করবেন। আর প্রথম তিন গোলদাতা কেউই তো এভাবে উদযাপন করেননি। সালাহর এবারের এটি ছিল মৌসুমে ৩৩তম গোল, অবশ্যই তিনি সম্ভাব্য একজন গোলদাতা, তবে এমন আয়োজন হয়তো একটু বেশিই কাকতালীয়।

লিভারপুলের অনেক খেলোয়াড় এই মৌসুমে গুগলের সঙ্গে সামাজিক মাধ্যম ও টিভির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। ম্যাচ শেষে সালাহ আরও কিছু সেলফি তোলেন, যা পরবর্তীতে গুগল পিক্সেলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়। তবে এই উদযাপন নিয়ম ভাঙার মত কিছু হয়নি। সালাহর সেলফি তোলার সময় খেলা পুনরায় শুরু হতে কিছুটা সময় লেগে গেলেও, রেফারি থমাস ব্রামাল কোনো কার্ড দেখাননি।

যদিও সতীর্থ কোডি গাকপো ৩-১ ব্যবধানে গোল করার পর জার্সি খুলে ‘I belong to Jesus’ লেখা টি-শার্ট দেখানোর জন্য হলুদ কার্ড পান। সালাহর সেলফি নিয়ে ইতিমধ্যে লিভারপুল ও ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে মন্তব্য চেয়েছে বিবিসি স্পোর্ট। এফএর নিয়ম অনুযায়ী স্পন্সর, জার্সি ও বেটিং কোম্পানির বিজ্ঞাপনের ব্যাপারে কিছু সীমাবদ্ধতা থাকলেও এমন ঘটনার জন্য নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই।

সব আলোচনা-সমালোচনার মধ্যেও এটা মনে রাখতে হবে যে সেলফি দিয়ে গোল উদযাপন করার ঘটনা সালাহ প্রথম করেননি। এর আগে ২০১৫ সালে রোমার কিংবদন্তি ফ্রান্সেস্কো টট্টি লাজিওর বিপক্ষে গোল করে ক্লাবের এক কোচের কাছ থেকে ফোন নিয়ে দর্শকদের সামনে সেলফি তোলেন। তখন তার বয়স ছিল ৩৮। ২০১৯ সালে মার্সেইয়ের হয়ে খেলার সময় মারিও বালোতেল্লিও গোল উদযাপন করতে গিয়ে সতীর্থদের সঙ্গে সেলফি তোলেন এবং ভিডিও করেন, যা তখনো বেশ আলোড়ন তোলে।

তাই সালাহর সেলফি হয়তো ইতিহাসের অংশ হয়ে গেল, তবে আবেগ, পরিকল্পনা নাকি বিজ্ঞাপন তা ঠিক বিচার করে নিতে হবে দর্শককেই।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫