রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২


সংঘাতের মাঝে পিএসএল নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৭ মে ২০২৫, ০৪:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় মিসাইল হামলা চালাল ভারত। বিগত কয়েক সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতির মাঝে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল এটাই। এতে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। আবার বিপরীতে ভারতের ৫টি বিমান ধ্বংস করার দাবি উঠিয়েছে পাকিস্তান।

দুই দেশের এমন সংঘাতের মাঝে শঙ্কায় পড়েছে ক্রীড়াঙ্গন। ভারত এবং পাকিস্তান দুই দেশেই চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। যেখানে মাঠের খেলা ক্রিকেট নিয়ে ব্যস্ত সারা বিশ্ব থেকে আসা নামী ক্রিকেটাররা। চলমান এই সংঘাতের মাঝে ক্রিকেটের অবস্থা কেমন হবে, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরইমাঝে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। পিসিবি তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিএসএল তার নির্ধারিত সূচি মেনেই চলবে। আজ সন্ধ্যায় সূচি অনুযায়ীই মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটেই যথারীতি টস হবে।

বর্তমানে পিএসএল অবস্থান করছে রাওয়ালপিন্ডিতে। সেখানে চারদিনের জন্য থাকবে ফ্র্যাঞ্চাইজ এই আসর। এরপর ১১ তারিখের ম্যাচ হবে মুলতানে। রাওয়ালপিন্ডিতেই হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের আয়োজক হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম।

এদিকে সংঘাতের এই সময়ে পিএসএলে অবস্থানরত দুই ক্রিকেটারের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। বোর্ড সভাপতি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে শান্ত ও নিরাপদ বোধ করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি, যাতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫