শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২


রিয়ালের মুঠোয় থাকা মিডফিল্ডারকে কেড়ে নিলো আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১০ মে ২০২৫, ১৫:২৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফুটবলের দলবদলের মৌসুম মানেই নানা নাটকীয়তা। কে কোন ক্লাবে যাচ্ছেন আবার কে কত টাকার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন, তা শেষ মুহূর্ত পর্যন্ত অনুমান করা কঠিনই বটে। তবে রিয়াল মাদ্রিদ সম্ভবত একমাত্র ক্লাব, যাদের ক্ষেত্রে অনুমান খুব একটা প্রযোজ্য না। ক্লাব ইতিহাসের সেরা এই দলটির নজর যার দিকেই পড়েছে, তাকে শেষ পর্যন্ত নিজেদেরই করে নিয়েছে তারা। কিলিয়ান এমবাপে কিংবা জ্যুড বেলিংহামরা এর বড় উদাহরণ।

তবে মুদ্রার অন্যপিঠও এবার দেখতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। নিজেদের মুঠোয় থাকা খেলোয়াড়কে এবার হারাচ্ছে তারা। বেশ কিছুদিন ধরেই লস ব্লাঙ্কোসদের রাডারে ছিলেন রিয়াল সোসিয়েদাদের তারকা মার্টিন জুবিমেন্দি। এমনকি রিয়ালের সম্ভাব্য নতুন কোচ জাবি আলোনসো নিজেও মার্টিন জুবিমেন্দিকে দেখতে চেয়েছিলেন স্কোয়াডে।

কিন্তু বাদ সেধেছে আর্সেনাল। বলা ভাল, রিয়ালের হাত থেকে জুবিমেন্ডিকে অনেকটা ছিনতাই করেই নিয়ে যাচ্ছে গানার্সরা। স্কাই ইতালিয়ার সাংবাদিক এবং দলবদলের বড় সূত্র ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চলতি গ্রীষ্মেই আর্সেনালে পাড়ি জমাচ্ছেন জুবিমেন্দি।

স্পেনের হয়ে ইউরো জেতা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে গত কয়েক বছর থেকেই নজর ছিল বড় ক্লাবগুলোর। এর আগে লিভারপুলের সঙ্গে চুক্তির আগমুহূর্তে নিজেকে সরিয়ে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। জানিয়েছিলেন, নিজের ক্লাব রিয়াল সোসিয়েদাদেই সময় পার করতে চান তিনি।

এরপর থেকেই মূলত রিয়ালের নজরে ছিলেন জুবিমেন্দি। কথা ছিল, নতুন কোচের অধীনে রিয়ালে চলে আসতে পারেন তিনি। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পরেই জুবিমেন্দিকে নিয়ে প্রত্যাশা ছিল তাদের। কিন্তু রিয়ালকে হতাশ করে আর্সেনালেই যাচ্ছেন জুবিমেন্দি।

জানা গিয়েছে, সোসিয়েদাদের রিলিজ ক্লজের পুরোটাই শোধ করছে আর্সেনাল। ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সম্পন্ন হতে পারে এই দলবদল। ধারণা করা হচ্ছে, স্পেন সতীর্থ মিকেল মেরিনোর প্রভাবেই আর্সেনালে যেতে রাজি হয়েছেন জুবিমেন্দি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বেশ বড় সময়ের জন্যই গানার্সদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ২৬ বছর বয়েসী এই মিডফিল্ডার।

অবশ্য, আর্সেনালের ভক্তদের অনেকেই এই ট্রান্সফারে খুব একটা সন্তুষ্ট নন। দলের ভক্তদের মূল প্রত্যাশা ছিল একজন স্ট্রাইকারের জন্য। কিন্তু তার বদলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকেই দলে নিচ্ছেন কোচ মিকেল আর্তেতা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৬ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬:৩৫ সন্ধ্যা
এশা ০৭:৫৪ রাত

শনিবার ১০ মে ২০২৫