বৃহঃস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
ছবি সংগৃহীত
পাকিস্তান ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তা নির্ধারিত ছিল আগে থেকেই। তবে ভারতের সঙ্গে যুদ্ধের কারণ এ সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে হতে চলেছে দুই দেশের মধ্যকার সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজ। তবে ম্যাচ সংখ্যা দুইটি কমেছে, ৫ ম্যাচের সিরিজ এখন ৩ ম্যাচের।
মঙ্গলবার (২১ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির ঘোষণায় জানানো হয়, ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ৩০ মে ও ১ জুন হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
জানা যায়, ম্যাচ সংখ্যা কমানোর প্রস্তাব এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বিসিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সিরিজের দৈর্ঘ্য কমাতে, যাতে ক্রিকেটাররা ঈদের আগেই দেশে ফিরতে পারেন। কারণ, বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৬ বা ৭ জুন।
খেলোয়াড়দের ব্যক্তিগত অনুরোধ ও ঈদের আগে দেশে ফেরার বিষয়টি বিবেচনায় নিয়েই পিসিবি সিরিজ তিন ম্যাচে সীমাবদ্ধ করেছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)