শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২


নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ মে ২০২৫, ১৮:০৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল ২-১ ব্যবধানে জয়ী হলেও চার দিনের টেস্টে নুরুল হাসান সোহানের দল সেভাবে সুবিধা করতে পারেনি। মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ‘এ’ এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের চার দিনের সিরিজে শেষ ম্যাচ ড্র হওয়ার মাধ্যে ১-০ ব্যবধানে সিরিজ হারল টাইগাররা।

সিলেটে প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ৭০ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল। সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। জিততে না পারলে সিরিজ হার নিশ্চিত ছিল। কিন্তু বৃষ্টির বাধায় খেলা বেশির ভাগ সময় বন্ধ থাকায় ম্যাচে প্রাধান্য পেয়েছে প্রতীক্ষা, প্রতিযোগিতার বদলে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল ৩৫৭ রান সংগ্রহ করেছিল। এরপর নিউজিল্যান্ড ‘এ’ দলের ব্যাটসম্যান নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে কিউইরা ২২ রানের লিড নেয়। তৃতীয় দিনে কেলি ১০৩ রানের ইনিংস খেলেন এবং ম্যাচসেরাও হন। তার সঙ্গী ম্যাট বয়েল ৫৮ রান করেন। বাংলাদেশের নাঈম হাসান ও খালেদ আহমেদ যথাক্রমে ৪ ও ৩ উইকেট শিকার করেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের শুরু ভালো ছিল। ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও জাকির হাসান ২৪ রান করেন। তবে দ্বিতীয় উইকেটের ব্যাটসম্যান সাইফ হাসান ১৬ রানে ফিরেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৮৭/২ অবস্থায় থামে।

বৃষ্টির কারণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই প্রকৃতির হাতে চলে যায়। বেলা সাড়ে ৩টায় উভয় দল খেলা বন্ধ করে দেয় এবং ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ফলে নিউজিল্যান্ড ‘এ’ দল চার দিনের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের নামে রাখে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৮ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬:৪২ সন্ধ্যা
এশা ০৮:০৩ রাত

শনিবার ২৪ মে ২০২৫