শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির দলের বিপক্ষে খেলায় টসে জিতেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। টসে জিতে সিলেটের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রংপুরও। তবে দলের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামা বাবর আজমের নৈপুণ্যে শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই চার উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের রংপুর।
সিলেটের দেয়া ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১২ রানেই আউট হয়ে সাজঘরে ফিরেন রনি তালুকদার। এরপরের ওভারেই সাজঘরে ফিরেন দলটির আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার ব্রেন্ডন কিং। এরপর একে একে হতাশ করেছেন অধিনায়ক সোহান, শামিম হাসান এবং মোহাম্মদ নবী।
এদিকে একদিকে যাওয়া আসার পালা চলতে থাকলেও অপরপ্রান্তে টিকে ছিলেন বাবর আজম। এক পর্যায়ে সঙ্গী হিসেবে পান আজমতউল্লাহ ওমরজাইকে। এ দুজন মিলেই আজ পথ দেখিয়েছেন রংপুরকে। দুজন মিলে দেখেশুনে খেলে ধীরে ধীরে বাড়িয়েছেন রান। দলকে জয়ের বন্দরে ভেড়াতে বাবর আজ খেলেছেন ৫৬ রানের এক দুর্দান্ত ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওমরজাই। আফগান এই ব্যাটার করেছেন ৪৭ রান। এ দুজনের ব্যাটেই ১০ বল হাতে রেখে চার উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেটও। দ্বিতীয় ওভারেই আউট হয়ে সাজঘরে ফিরেন মোহাম্মদ মিথুন। এরপর ক্রিজে নাজমুল শান্তর সঙ্গী হন মাশরাফি মোর্তাজা। তবে তিনিও ফিরেন রান আউট হয়ে। দলের প্রয়োজনের দিনে ব্যাট হাতে হাল ধরতে পারেননি শান্ত।
ব্যর্থ হয়েছেন ইয়াসিল আলী এবং জাকির হাসানও। তবে শেষদিকে বেনি হাউয়েল এবং বেন কাটিং এর ইনিংসে ১২০ রান সংগ্রহ করে সিলেট। দুজনই খেলেছেন ৩৭ রানের ইনিংস।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)