শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
বিপিএলের চলতি আসরে দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্স। আগের ম্যাচে দলটির হয়ে সাকিব আল হাসান থাকলেও, ব্যাটিং ব্যর্থতায় ফল পক্ষে আসেনি। চোখের চিকিৎসা নিতে তিনি সিঙ্গাপুরে উড়াল দেওয়ায় খেলা হয়নি আজকের (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের ফিফটিতে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। এরপর দলটির পেসার হাসান মাহমুদের ভাষ্য— সাকিবের অভাব পূরণ করেছেন বাবর!
ম্যাচ শেষে আজকের উইকেট পেসারদের জন্য কেমন ছিল— এমন প্রশ্নে হাসান বলেন, ‘পেসারদের জন্য স্পিনিং উইকেট ছিল (হাসি)। পেস যতটা অফে করা যায় তত ভালো ছিল। পেসে কম্ফোর্টেবল ছিল ব্যাটাররা।’
সিলেটের ১২০ রান তাড়ায় রংপুর ৩৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল। ওই সময় দলটির ড্রেসিংরুমের অবস্থা নিয়ে হাসান বলেন, ‘তখন তো বলতে গেলে হার্টবিট ১৮০–এর ওপরে ছিল সবার। এটা ক্রিকেটে হয়েই থাকে। এক ওভারে দুই-তিনটা উইকেট পড়তেই পারে। বাট ওই চাপটা নিয়েও দুজন ব্যাটার কন্টিনিউ করছে, এটা আমাদের জন্য পজিটিভ সাইন।’
সাকিব থাকলে এমন ম্যাচে ভালো হতো কি না, এমন প্রশ্নে হাসানের উত্তর, ‘অবশ্যই ভালো হতো (সাকিব থাকলে)। উনি থাকলে একটা বাড়তি প্রেশার তো থাকেই (প্রতিপক্ষের প্রতি)। সেটা আসলে বাবর আজম কাভার করে দিছে। তবে উনি থাকলে (১২০-এর নিচেও অলআউট করা) অবশ্যই সম্ভব। ভালো জায়গায় বল করলে…ব্যাটাররা ভুল করলে অবশ্যই তাড়াতাড়ি অলআউট হত।’
আজকে ম্যাচ জেতায় কিছুটা হলেও রংপুরের স্বস্তি ফিরেছে বলে ভাষ্য এই পেসারের, ‘আসলে মোমেন্টামটা দরকার ছিল। আজকে জেতার পর আমরা ওই মোমেন্টামটা পেয়েছি। এটা কন্টিনিউ করব ইনশা-আল্লাহ।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)