শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২


সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ, থাকবেন লিটন?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৫ জুলাই ২০২৫, ১১:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রথম ওয়ানডে জিতেই সিরিজে এগিয়ে যাওয়ার বড় সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসে পড়া দলটিকে ৭৭ রানে হারায় শ্রীলঙ্কা। আরেকটি ম্যাচ হারলেই মেহেদী হাসান মিরাজের দল সিরিজ হাতছাড়া করবে। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নামছে বাংলাদেশ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। তার আগে আলোচনায় সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংয়ে দারুণ অধারাবাহিক লিটন দাস। সবমিলিয়ে আজ বাংলাদেশ দলের একাদশ কেমন হবে সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। উইকেটরক্ষক ব্যাটার লিটন ওয়ানডে ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন। গত ম্যাচেও করেছেন চার বল খেলে আউট হয়েছেন শূন্য–তে।

এ ছাড়া গতকাল ম্যাচ পূর্ববর্তী অনুশীলনেও ছিলেন না লিটন। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচের একাদশে তিনি থাকছেন না। এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন রিশাদ হোসেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে তাসকিন আহমেদও দ্বিতীয় ওয়ানডেতে থাকতে পারেন বিশ্রামে।

সেক্ষেত্রে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ :
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫০ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

শনিবার ৫ জুলাই ২০২৫