সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২


দুর্দান্ত আম্পায়ারিংয়ে হার্শা ভোগলের প্রশংসা কুড়ালেন শরফুদ্দৌলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৭ জুলাই ২০২৫, ১৭:২২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আম্পায়ারিং দিয়ে নজর কাড়ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্তির পর থেকে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি এজবাস্টনে ইংল্যান্ড-ভারত টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ম্যাচে একের পর এক সঠিক সিদ্ধান্ত দিয়ে হয়েছেন প্রশংসিত।

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। হাইভোল্টেজ এই টেস্টে শরফুদ্দৌলার পারফরম্যান্স দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’

এজবাস্টন টেস্টে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার শরফুদ্দৌলার সিদ্ধান্ত বদল করতে হয়েছে। বাকি ৮ বারই সঠিক ছিল। চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান আম্পায়ার।

বিশেষ করে এই টেস্টের পঞ্চম দিনে গতকাল (রোববার) ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শরফুদ্দৌলা। ওয়াশিংটন সুন্দরের করা বলে স্টোকসকে এলবিডব্লিউর সিদ্ধান্ত দেন তিনি। যদিও শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না। স্টোকস রিভিউ নিলেও টিভি রিপ্লেতে দেখা যায় শরফুদ্দৌলা-ই ছিলেন সঠিক।

আগামী ১০ জুলাই ক্রিকেটতীর্থ লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। সে ম্যাচেও মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন শরফুদ্দৌলা। তার সঙ্গী হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫১ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

সোমবার ৭ জুলাই ২০২৫