শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেটে লাভ দেখছেন বুমরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ জানুয়ারী ২০২৪, ১৩:৫৪

ফাইল ছবি

ফাইল ছবি

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে বেশ। মূলত ইংল্যান্ডের বাজবল তত্ত্ব ভারতের মাটিতে কতটা কাজে আসবে তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ জানালেন, ইংল্যান্ড বাজবল ক্রিকেট খেললে লাভ হবে তার।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের ব্যকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার দিকেই বেশি মনোযোগী ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের এই বাজবল তত্ত্বের কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন না ভারতের অন্যতম সেরা বোলার বুমরাহ। সিরিজকে সামনে রেখে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এমনটাই জানিয়েছেন বুমরাহ।

বুমরাহ বলেন, ‘সত্যি বলতে আমি বাজবলের কোনো যোগসূত্র খুঁজে পাই না৷ তবে হ্যাঁ, তারা সফল ক্রিকেট খেলছে। আগ্রাসী ক্রিকেট খেলে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে বিশ্বকে দেখাচ্ছে টেস্ট এভাবেও খেলা যায়।’

ইংল্যান্ডের বাজবল তত্ত্বে বরং নিজেদের লাভ দেখছেন বুমরাহ। তার মতে এই স্টাইলে খেললে ভারত ক্লান্ত হবে না। পাশাপাশি একগাদা উইকেট পাওয়ার বিষয়ে আশাবাদী বুমরাহ, ‘একজন বোলার হিসেবে আমি মনে করি, বাজবল আমাকে খেলার মধ্যে সম্পৃক্ত রাখে। ইংল্যান্ড যদি এই ধারায় খেলতে থাকে তাহলে আমরা ক্লান্ত হব না। আমি অনেকগুলো উইকেট পেতে পারি।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪