রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২


এশিয়া কাপে ‘স্টার’ হিসেবে আছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:২৭ জুলাই ২০২৫, ১৭:২৬

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিপদে আছেন সাকিব আল হাসান। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে নেমেই বির্তকিত হন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী এমনকি শুভাকাঙ্খিরাও। সেই তালিকায় আছেন সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে তিনি দেশে ফিরছেন না।

যে কারণে গত বছরের আগস্টের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তাই আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও তার খেলার সম্ভাবনা নেই। মাঠে দেখা যাবে না তার ব্যাটে-বলের ম্যাজিক। তবু তিনি যেন আছেন।

টিভির পর্দায়, প্রোমোশনাল ভিডিওতে, বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে-যেখানে তাকে তুলে ধরা হয়েছে ‘সবচেয়ে বড় স্টার’ হিসেবে। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম হওয়ায় সাকিবের প্রতি এখনো আবেগ হারায়নি ব্রডকাস্টারদের।

সনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি যে প্রোমো প্রকাশ করেছে আসন্ন এশিয়া কাপ ঘিরে, সেখানে সাকিব আছেন দৃশ্যপটে, ব্যাটিংয়ের প্রস্তুতির মুহূর্তে। পাশেই দেখা যায় সূর্যকুমার যাদব, শুবমান গিল, জসপ্রীত বুমরাহ কিংবা রশিদ খানের মতো তারকাদের।

সবকিছু ঠিক থাকলে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিবে ভারত,পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, ওমান, নেপাল ও আরব আমিরাত।

বাংলাদেশের খেলা শুরু হবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৪৮ সন্ধ্যা
এশা ০৮:৮ রাত

রবিবার ২৭ জুলাই ২০২৫