শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে আমূল পরিবর্তন এসেছে। একই সঙ্গে পরিবর্তন এসেছে মিয়ামির ক্লাবটিতেও। ডেভিড ব্যাকহামের দল মাঠের খেলায় যেমন উন্নতি করছে তেমনি মাঠের বাইরেও এগিয়ে অনেক দূর।
মেসি যোগ দেয়ার পরই নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জয় করেছে মিয়ামি। আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত পারফর্ম্যান্সে গত বছর লিগ কাপের শিরোপা জিতে নেয় ব্যাকহামের দল। এদিকে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’ জানিয়েছে, ফুটবল জাদুকরের ছোঁয়াতেই মেজর লিগ সকারের অন্যতম দামী ক্লাবে পরিণত হয়েছে ক্লাবটি।
বর্তমানে মিয়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ফলে এমএলএসের দামী ক্লাবগুলোর তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন মেসিরা। এ তালিকায় ১১৫ কোটি ডলার দাম নিয়ে সবার উপরে আছে লস অ্যাঞ্জেলেস এফসি, আর দুইয়ে থাকা আটলান্টা ইউনাইটেডের দাম ১০৫ কোটি ডলার।
এবারই প্রথম বাজারমূল্যে ইন্টার মিয়ামির দাম ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফুটবল জাদুকর যোগ দেয়ার আগে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ব্যাকহামের দলের ববস্থান ছিল ১০ নম্বরে। ৭৪ শতাংশ দাম বেড়ে এক বছরের মাথায় এবার তিনে ওঠেছে মিয়ামি। মেসি ম্যাজিকের কারণেই ক্লাবটির বহুমুখী বাণিজ্যের পথও প্রসারিত হয়েছে।
এদিকে মেসি ইফেক্টে মিয়ামির দাম ৭৪ শতাংশ বাড়লেও শীর্ষে থাকা লস অ্যাঞ্জেলেসের দাম বেড়েছে ২৮ শতাংশ আর আটলান্টার বেড়েছে ২৩ শতাংশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)