শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১


আভিষ্কার ঝড়ে বরিশালের সামনে রানপাহাড় চট্টগ্রামের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৭ জানুয়ারী ২০২৪, ১৭:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে চট্টগ্রাম চ্যালঞ্জার্স ও ফরচুন বরিশাল। এই ম্যাচে মাঠে নামার আগে চট্টগ্রাম রয়েছে ফুরফুরে মেজাজে। ঢাকার প্রথম পর্বে তিন ম্যাচের দুই জয় পেয়েছে তারা। অন্যদিকে জয় দিয়ে শুরু করা বরিশাল আছে হারের বৃত্তে বন্দি। ঢাকা পর্বের ঐ হারকে ভুলে গিয়ে সিলেটের মাঠে নতুনভাবে জয়ের ধারায় ফিরতে চায় তামিম বাহিনী। এমন ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল। আগে ব্যাট করতে নেমে আভিষ্কা ফার্নান্দোর অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় শুভাগত হোমের দল।

টস হেরে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে আসেন তানজিদ হাসান তামিম ও আভিষ্কা ফার্নান্দো। এদিন শুরু থেকেই মেরে খেলতে থাকেন ওপেনার তানজিদ। প্রথম ওভারে টানা ৩ চার হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন চট্টগ্রামের তানজিদ তামিম। তবে ১২ রানের বেশি করতে পারেননি তিনি। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

দ্বিতীয় উইকেটে আরো একবার ব্যর্থ হন ইমরানউজ্জামান। তাইজুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ৭০ রান যোগ করেন শাহাদাৎ হোসেন দীপু ও আভিস্কা ফার্নান্দো। ৩১ রানে দীপু ফেরার পর দলকে এগিয়ে নেন আভিস্কা ও নাজিবুল্লাহ জাদরান। এ দুই ব্যাটার গড়েন ৬৮ রানের জুটি।

এরপর নাজিবুল্লাহ ১৮ রান করে আউট হন। তার জায়গায় নেমে ৯ বলে ২৯ রানের এক দুর্ধর্ষ ক্যামিও খেলেন কার্টিস ক্যাম্ফার। তবে সবাইকে ছাপিয়ে এদিন আলো নিজের দিকে কেড়ে নেন আভিস্কা। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অপরাজিত থাকেন তিনি, খেলেন ৫০ বলে ৯১ রানের অপরাজিত এক দারুণ ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৫৫ বিকেল
মাগরিব ০৫:৩৭ সন্ধ্যা
এশা ০৬:৪৮ রাত

শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪