বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


আজ থেকে শুরু হচ্ছে সোহানদের লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১৩:১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ থেকে শুরু হচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টুর্নামেন্টটির গেল আসরে ফাইনালে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ এইচপির। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ১১ দলের টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে বাংলাদেশ 'এ' দল। বিকাল সাড়ে ৩টায় শক্তিশালী পাকিস্তান শাহিনসের বিপক্ষে শুরু হবে নুরুল হাসান সোহানদের অভিযান, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ডারউইনের আবহাওয়া ও উইকেট বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ নতুন। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্থানীয় দল ডিআইএক্সআইকে ৩৭ রানে হারিয়ে দল পেয়েছে কন্ডিশনের আগাম ধারণা। কোচ মিজানুর রহমান বাবুলের মতে, বাতাসের প্রবাহ ও উইকেটের আচরণ বুঝে নেওয়াই ছিল প্রস্তুতির বড় সুফল। তার ভাষায়, বোলারদের লাইন-লেংথের পাশাপাশি ব্যাটারদের বড় মাঠে শট খেলার কৌশলও শিখতে হয়েছে।

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ 'এ' দল তোলে ১৮১ রান, যা ইঙ্গিত দিচ্ছে রানপ্রসবা উইকেটের। সোহানের অভিজ্ঞ নেতৃত্বও হতে পারে দলের জন্য বাড়তি শক্তি, যিনি বিপিএল, এনসিএল ও ডিপিএলে সফলভাবে দল পরিচালনা করেছেন।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনসে আছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের মিশ্রণ-অধিনায়ক মোহাম্মদ ইরফান খান, আহমেদ দানিয়াল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে খাজা নাফে, উবাইদ শাহ ও ফয়সাল আকরাম। পাকিস্তান ম্যাচের পর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ 'এ' দল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫