রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


যে কারণে এশিয়া কাপের দলে নেই বাবর, ফিরবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১৮:১৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরেই পাকিস্তান জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ পাচ্ছেন না বাবর আজম। আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। পাকিস্তানের সাবেক অধিনায়ক এক সময় তিন ফরম্যাটের ক্রিকেটেই জাতীয় দলে অপরিহার্য ছিলেন। কিন্তু ব্যর্থতার জন্য এখন দলেই জায়গা পাচ্ছেন না। এশিয়া কাপের দলে কেন বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারকে রাখা হলো না তা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।

হেসন পরিষ্কার জানিয়েছেন, বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে হবে। কিছু দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। পাকিস্তানের কোচ বলেন, ‘বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করতে বলা হয়েছে। কিছু ক্ষেত্রে ওর দুর্বলতা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে স্পিন বলের বিরুদ্ধে এবং স্ট্রাইক রেটের ক্ষেত্রে উন্নতি প্রয়োজন। আশা করি ও দ্রুত ফিরবে। নিজের কমতিগুলো ঠিক করার জন্য সে কঠোর পরিশ্রম করছে।’

বাবরের মতো ব্যাটারের পক্ষে ফিরে আসা কঠিন নয় বলেই মনে করেন হেসন। তিনি বলেন, ‘বাবর অত্যন্ত ভাল ক্রিকেটার। তবে এই মুহূর্তে আমরা ওকে বিবেচনা করতে পারছি না। ফর্মের ভিত্তিতে সেরা ক্রিকেটারদেরই এশিয়া কাপের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে বাবরের ফিরে আসার সুযোগ অবশ্যই রয়েছে। তার আগে নিজের ব্যাটিং উন্নত করতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে।’

২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজেও রান পাননি তিনি। সেখানে তিন ম্যাচে তার রান যথাক্রমে ৪৭, শূন্য এবং ৯। বেশ কিছু দিন ধরেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটারকে। দলে ফিরতে তাই বিশেষ কিছু করতেই হবে বাবরকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫