সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব সেপ্টেম্বরে। ভিয়েতনামে ঐ প্রতিযোগিতার প্রস্তুতি বাহরাইনে নিচ্ছে বাংলাদেশ অ-২৩ দল। আজ বাংলাদেশ সময় রাত নয়টায় বাংলাদেশ বাহরাইন অ-২৩ দলের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। ফিফা টায়ার-২ স্বীকৃতি পেলেও ম্যাচটি দুই দলই ক্লোজড রেখেছে। ২২ আগস্ট দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ।
বাহরাইনে প্রথম অনুশীলন ম্যাচে খেলতে পারছেন না ফরোয়ার্ড শেখ মোরসালিন। বাংলাদেশ অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘মোরসালিন হয়তো এই ম্যাচে খেলবে না। আবাহনীর হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে সে ব্যথা পেয়েছিল।’
বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে কঠোর অনুশীলনে বাংলাদেশ। বাহরাইন ম্যাচ দলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন কোচ টিটু, ‘বাহরাইন ভিয়েতনাম মতোই শক্তিশালী দল। তাদের বিপক্ষে দুটি ম্যাচ খেলা আমাদের প্রস্তুতির জন্য ভালো সহায়ক হবে।’
অ-২৩ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু প্রতিপক্ষ বাহরাইন নিয়ে বলেন, ‘বাহরাইনের দুটি ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করেছি। খেলোয়াড়দের ভিডিও দেখিয়েছি, কীভাবে ওরা হাই প্রেস করে, মিডফিল্ডে ব্লক করে এবং ব্লক থেকে কীভাবে প্রেসটা শুরু করে।’
এদিকে বাহরাইনে প্রচন্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিফেন্ডার রিমন হোসেন বলেন, ‘আমাদের দেশের আবহাওয়া এবং বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)