সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


বাংলাদেশসহ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৩:২৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাচ্ছে ২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। বয়সভিত্তিক এই আসরে অংশগ্রহণকারী ১৬ দল চূড়ান্ত হয়েছে। সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

পূর্ণ সদস্য আয়োজক দেশ হওয়ায় জিম্বাবুয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। সঙ্গে গত আসরের শীর্ষ দশ দলও স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে মূল পর্বে। ফলে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব খেলতে হয়নি।

অন্যদিকে পাঁচটি দেশ এসেছে আঞ্চলিক বাছাই থেকে। আফ্রিকা অঞ্চল থেকে জায়গা পেয়েছে তানজানিয়া। এশিয়া অঞ্চলে সমান পয়েন্টে থাকার পর রানরেটে এগিয়ে আফগানিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপ। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে জাপান। ইউরোপ অঞ্চলে নেদারল্যান্ডসকে হারিয়ে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। আর আমেরিকা অঞ্চলে কানাডা, বারমুডা ও আর্জেন্টিনাকে হারিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে উঠেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখযোগ্য বিষয় হলো, আয়োজক দেশ নামিবিয়া বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় খেলতে পারছে না এবারের আসরে। কারণ সরাসরি জায়গা মেলে কেবল পূর্ণ সদস্য আয়োজক দেশের।

মূল টুর্নামেন্টে ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার সিক্স পর্বে, সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট। এখন পর্যন্ত ভারত সবচেয়ে সফল দল, পাঁচবার শিরোপা জিতেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ঝুলিতে আছে চারটি শিরোপা।

এক নজরে অংশগ্রহণকারী দলগুলো: বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে (আয়োজক), আফগানিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, জাপান, তানজানিয়া, স্কটল্যান্ড।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ১৮ আগস্ট ২০২৫