সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
গত আইপিএলে আসরের মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে চুক্তি করেছিল চেন্নাই সুপার কিংস। অন্য দলের থেকে বেশি টাকা দিয়ে ব্রেভিসকে তারা নিয়েছিল, এমনটাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। অনেকে চেন্নাইয়ের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ করেছেন। সেই বিতর্কের মাঝে আবার মুখ খুললেন অশ্বিন। তার দাবি, তিনি চেন্নাইকে দোষী প্রমাণিত করতে চাননি।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় অশ্বিন বলেন, 'আমি পুরোনো ভিডিওতে ব্রেভিসের ব্যাটিং নিয়ে কথা বলতে চেয়েছিলাম। ওকে কত টাকা দিয়ে কেনা হয়েছে সে বিষয়ে বলতে চাইনি। আমাদের বুঝতে হবে যে আইপিএলে খেলা প্রত্যেক ক্রিকেটারের চুক্তির কথা আসরের গভর্নিং বডি জানে। তাই যদি কোনও দুর্নীতি হত তা হলে তা প্রকাশ্যে আসত। আমি চেন্নাইকে দোষী প্রমাণিত করতে চাইনি। আমাকে ভুল বোঝা হচ্ছে।'
অশ্বিন আরও জানিয়েছেন, ব্রেভিসকে নিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছে চেন্নাই। তিনি বলেন, 'চোটের কারণে বিকল্প ক্রিকেটার নেওয়া আইপিএলে খুব সাধারণ ঘটনা। চেন্নাই সেটাই করেছে। তবে ব্রেভিস দুর্দান্ত প্রতিভা। আগামী দিনে সে চেন্নাইয়ের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে।'
কয়েক দিন আগে এক ভিডিওতে অশ্বিন জানিয়েছিলেন, ব্রেভিসকে নিতে আগ্রহ দেখিয়েছিল আরও তিন-চারটা দল। কিন্তু তারা ব্রেভিসের ন্যূনতম মূল্য ৭৫ লাখ রুপির বেশি দিতে চায়নি। চেন্নাই সেটা করেছে। সেই কারণে বাকিদের হারিয়ে ব্রেভিসকে কিনতে পেরেছে মহেন্দ্র সিংহ ধোনিদের দল। অশ্বিনের এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছিল। অনেকে অভিযোগ করেন, আইপিএলের নিয়ম ভেঙেছে চেন্নাই।
বিতর্কের মাঝে বিবৃতি দিয়েছে চেন্নাই সুপার কিংস। তারা বলেছে, 'চেন্নাই স্পষ্ট করে দিতে চাইছে যে বিকল্প ক্রিকেটারের সঙ্গে চুক্তি করানো নিয়ে আইপিএলের যা যা নিয়ম রয়েছে সব মেনেই ব্রেভিসকে চুক্তি করানো হয়েছে।'
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)