মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
চলতি দলবদলের মৌসুমে রক্ষণভাগ ঠিক করার মিশনে নেমেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই তরুণ স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে কিনেছে তারা। এছাড়া লিভারপুল থেকে এনেছে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডকে। পোর্তো থেকে কারেরাসকে কিনেছে লস ব্লাঙ্কোসরা। দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে আরও এক ডিফেন্ডার কিনতে পারে মাদ্রিদ।
রিয়ালের লক্ষ্যে থাকা সেই ডিফেন্ডারকে নিয়ে অবশ্য আগেও গুঞ্জন চলেছে। তিনি লিভারপুলের সেন্ট্রাল ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, লিভারপুল তার জন্য ৩৫ মিলিয়ন ইউরো দাম চেয়েছে। তবে রিয়াল এ বিষয়ে এখনো কিছু ভাবছে না বলে জানা গেছে। তারা কোনাতের জন্য আপাতত অপেক্ষা করতেই বেশি ইচ্ছুক।
কোনাতের সঙ্গে লিভারপুলের কেবল চলতি মৌসুম পর্যন্ত চুক্তি আছে। আগামী মৌসুমে ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে পারেন তিনি। এ কারণে তাকে ফ্রিতে না ছেড়ে দাম নির্ধারণ করে বিক্রির চেষ্টা করছে অল রেডসরা। এছাড়া ১৮ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লিওনিকে কিনেছে লিভারপুল। যে কারণে কোনাতেকে ছাড়তে সমস্যা নেই দলটির।
ডিফেন্ডার হিসেবে কোচ জাবি আলোনসোর পরিকল্পনার কেন্দ্রে আছেন এদার মিলিতাও। তবে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বেশ ইনজুরি প্রবণ। রিয়ালে সেন্ট্রাল ডিফেন্সের ভাবনায় অভিজ্ঞ অ্যান্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা আছেন। তরুণ রাউল অ্যাসেনসিওকেও নিবন্ধন করিয়েছে লস ব্লাঙ্কোসরা।
সব মিলিয়ে রিয়ালের স্কোয়াডে আপাতত ডিফেন্ডারের অভাব নেই। কিন্তু গত মৌসুমে মিলিতাও, আলাবা, কারভাহাল, ভাসকেসদের ইনজুরির কারণে বিপদে পড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ফুটবল বিশ্লেষকরা মনে করেন, কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুসদের মতো তারকা থাকা স্বত্ত্বেও রিয়ালের কোন শিরোপা জিততে না পারার কারণ ছিল ডিফেন্ডারদের ওই ইনজুরি।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)