মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


সুখবর পাচ্ছেন নেইমার, ভিনি শুনছেন দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৩:০৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচের দল এখনও জানায়নি ব্রাজিল। তার আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবর, দলে ফিরছেন নেইমার। একই সঙ্গে বাদ পড়তে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়ে দিয়েছে প্রাথমিক স্কোয়াডও।

এ মাসের ২৫ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ বাকি আছে ব্রাজিলের। ওই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে কারা থাকতে পারেন, তার ধারণা দিয়েছে গ্লোবো।

গণমাধ্যমটি জানিয়েছে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। খবরটি সত্যি হলে দীর্ঘ সময় পর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরবেন এই তারকা। এদিকে ব্রাজিলের হয়ে দাপুটে ফর্মে থাকা ভিনিকে রাখছেন না আনচেলত্তি। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস।

আগামী ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। পাঁচদিন পর (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার এল আল্টোতে খেলবে ব্রাজিল। এটিই তাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। বিশ্বকাপ আগেই নিশ্চিত করে নিয়েছে সেলেসাওরা, এই মুহূর্তে বাছাই পর্বের টেবিলে আছে তিনে। শীর্ষে আর্জেন্টিনা।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫