মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৫:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সামনে নারী ওয়ানডে বিশ্বকাপ। হাতে এক মাসের বেশি সময় রয়েছে। দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার মতো দল সিরিজ খেলারও ব্যবস্থা করেছে। নিগার সুলতানা জ্যোতিদের সামনে সে সুযোগ নেই। তবু বসে নেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।

বিকেএসপিতে গতকাল শুরু হয়েছে তিন দলের উইমেনস চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট। তবে নিজেদের মধ্যকার খেলায় আলো কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি ব্যাটাররা।

নারী সবুজ দল, লাল দল ও পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের এই টুর্নামেন্টে গতকাল উদ্বোধনী ম্যাচে দেখা গেছে রানখরা। পুরো ম্যাচে জ্যোতি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি বড় ইনিংস খেলতে। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৭.৪ ওভারে মাত্র ১৪৪ রানে শেষ হয় লাল দলের ইনিংস।

জবাবে সবুজ দল ৪০.১ ওভারে ১১২ রান করে অলআউট হয়। ম্যাচটিতে জ্যোতি ১৩১ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ফারজানা হক। বাকি কোনো ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং দেখা যায়নি।

বল হাতে অনেকেই ভালো করেছেন। লাল দলের মারুফা আক্তার ও ফাহিম খাতুন নেন ৪টি করে উইকেট। সবুজ দলের নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ২টি করে উইকেট পেয়েছেন। আজ এই টুর্নামেন্টের কোনো ম্যাচ নেই। আগামীকাল মুখোমুখি হবে নারী লাল দল ও পুরুষ অনূর্ধ্ব-১৫ দল।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫