মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


ভারতের এশিয়া কাপ দল ঘোষণা, নেই তারকা পেসার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৬:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতের এশিয়া কাপ দল নিয়ে জল্পনা-কল্পনা ছিল বেশ। শুবমান গিল ও মোহাম্মদ সিরাজের বাদ পড়ার গুঞ্জন চাউর হয়েছিল দেশটির গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুবমান। এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমারের ডেপুটির দায়িত্ব পালন করবেন তিনি।

তবে শুবমান ডাক পেলেও জায়গা হয়নি তারকা পেসার মোহাম্মদ সিরাজের। সবশেষ ইংল্যান্ড সফরে সাদা পোশাকে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য তাকে বিবেচনা করেননি নির্বাচকরা।

সিরাজের কপাল পুড়লেও ভাগ্য চমকেছে আরেক পেসার জাসপ্রিত বুমরাহর। দলের সেরা পেসারের কাঁধেই মহাদেশিয় শ্রেষ্ঠত্বের বোলিংয়ের দায়িত্ব দিয়েছে ভারত। পেস বোলিংয়ে তাকে সহায়তা করবেন আর্শদীপ সিং ও হার্ষিত রানা।

আর স্পিনে মায়াঝাল সৃষ্টি করবেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা। সঙ্গে বোলিং বিভাগকে সহায়তা করবেন তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল।

মূল দলে জায়গা না পেলেও রিজার্ভে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ও প্রসিধ কৃষ্ণা।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। সেদিন তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

ভারতের এশিয়া কাপ দল

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুবমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫