মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


এবার ক্লাব ফুটবলেও মেসির সঙ্গী হবেন মার্তিনেজ?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ১৭:৩০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গেল মৌসুম শেষের আগেই পরিষ্কার হয়ে যায়, অ্যাস্টন ভিলা ছাড়তে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু তার পরবর্তী গন্তব্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। মাঝে কয়েকবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাম জড়ালেও তা বেশিদূর এগোয়নি। এবার শোনা যাচ্ছে, লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে পাড়ি জমাতে পারেন এই তারকা গোলকিপার।

কানাডার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়েকিং দ্য রেড’ এক প্রতিবেদনে দাবি করেছে, এরই মধ্যে এমি মার্তিনেজের সঙ্গে আলোচনা শুরু করেছে মিয়ামি।

জানা গেছে, সম্প্রতি মেসির দল ছেড়ে শার্লট এফসিতে যোগ দিয়েছেন মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। এই দলবদল থেকে একটি বড় অংকের অর্থ পেয়েছে ক্লাবটি। সেই অর্থ দিয়েই মার্তিনেজকে দলে ভেড়ানোর কথা ভাবছে দক্ষিণ ফ্লোরিডার এই দল।

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই মার্তিনেজ ক্লাবটির প্রথম পছন্দের গোলকিপার। তিনি নিজের পক্ষ থেকে ক্লাবকে একপ্রকার বিদায় বলে দিলেও ভিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্তিনেজকে কোনোভাবেই ছাড়বে না। মিয়ামি তাকে চড়া দামে দলে ভেড়ায় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫