বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


পাঁচ উইকেট নিয়ে সিংহাসন পুনরুদ্ধার মহারাজের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ১৮:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বড়সড় বদল এসেছে। ওয়ানডেতে বোলারদের হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। শীর্ষস্থান হারিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। ভারতের কুলদীপ যাদব নেমে গেছেন তিন নম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নসের মাঠে একদিনের ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট নেওয়া ইনিংসের সুবাদে তালিকার শীর্ষে উঠেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মহারাজ। ৫ উইকেট নিয়ে ৩৩ রান খরচ করেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে প্রোটিয়ারা ৯৮ রানে জিতে নেয় ম্যাচটি, আর কেশব মহারাজ দুই ধাপ এগিয়ে উঠে যান র‍্যাঙ্কিংয়ের চূড়ায়।

৩৫ বছর বয়সী এই স্পিনার প্রথমবার এক নম্বর হয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে, যখন তিনি ভারতের মোহাম্মদ সিরাজকে পেছনে ফেলেছিলেন। এরপর থেকেই নিয়মিতভাবে শীর্ষ পাঁচে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার জন্য র‍্যাঙ্কিংয়ে আরও সুখবর এসেছে ব্যাটারদের তালিকায়ও। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করে চার ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন এইডেন মারক্রাম। আর টেম্বা বাভুমা এগিয়েছেন পাঁচ ধাপ, এখন তার অবস্থান ২৩ নম্বরে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে সেই ম্যাচে অধিনায়ক মিচেল মার্শ দুর্দান্ত এক ৮৮ রানের ইনিংস খেলেন। এর পুরস্কার স্বরূপ ওডিআই ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন তিনি ৪৮ নম্বরে। ক্যারিবীয় ব্যাটার শাই হোপ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করায় দুই ধাপ এগিয়ে এখন নবম স্থানে।

ওডিআই বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার জেডেন সিলস। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নেওয়ায় তিনি এক লাফে ১৫ ধাপ এগিয়ে ১৮তম স্থানে। পাকিস্তানের তরুণ লেগস্পিনার আব্রার আহমেদও দুই ম্যাচে তিন উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৩৯তম। এদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ শেষে পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস নয় ধাপ এগিয়ে এখন যৌথভাবে ১২ নম্বরে। অস্ট্রেলিয়ান দুই ব্যাটার মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যথাক্রমে ২৫ ও ৩০ নম্বরে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার নাথান এলিস তিন ধাপ এগিয়ে এখন নবম। আর তার সতীর্থ জশ হ্যাজলউড দুই ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪৬ বিকেল
মাগরিব ০৬.৩১ সন্ধ্যা
এশা ০৭:৪৭ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫