শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২


৪৬ বছর বয়সী তাহিরের রেকর্ডের ম্যাচে থুবড়ে পড়লেন সাকিবরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৩ আগষ্ট ২০২৫, ১০:৫৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

তিন বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরার পরও এখনো ছন্দ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিং কিংবা বোলিং কোনো দিকেই বলার মতো কিছু করতে পারছেন না তিনি। এবার তাঁর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে গুণতে হয়েছে বড় হার, ৮৩ রানে। মূল ভুমিকায় ছিলেন ৪৬ বছর বয়সী লেগস্পিনার ইমরান তাহির, যিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৫.৫ ওভারে ১ উইকেটে ৩৬ রানে থাকা অবস্থায় নামে বৃষ্টি, আর খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। খেলা পুনরায় শুরু হলে গায়ানার ব্যাটাররা রীতিমতো ঝড় তোলে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন শাই হোপ, ৫৪ বলের ইনিংসে মারেন ৬ চার ও ৫ ছক্কা।

অ্যান্টিগার হয়ে একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, জেইডেন সিলস ও ওবেদ ম্যাকয়। বল হাতে ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।

২১২ রানের লক্ষ্য তাড়ায় ঝড়ো সূচনা পায় অ্যান্টিগা। ২.১ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলে তারা। পাওয়ার প্লেতে স্কোর ছিল ৩ উইকেটে ৭৭। কিন্তু সপ্তম ওভারেই খেলা ঘুরিয়ে দেন ইমরান তাহির। ওভারের প্রথম বলেই সাকিবকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি (৭ বলে ৮ রান)। একই ওভারের পঞ্চম বলে ফেরান অধিনায়ক ইমাদ ওয়াসিমকে, যিনি রানের খাতা খুলতেই পারেননি।

তাহির এই ওভারে ২ উইকেট নেওয়ার পাশাপাশি দেননি কোনো রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৫.২ ওভারেই ১২৮ রানে গুটিয়ে যায় অ্যান্টিগার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন কারিমা গোরে।

তাহির ৪ ওভারে মাত্র ২১ রানে নিয়েছেন ৫ উইকেট, যা তাঁর স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। সঙ্গে ছিল একটি মেডেন ওভারও। ম্যাচসেরাও হন তিনিই। তার সঙ্গে বল হাতে সমর্থন দেন রোমারিও শেফার্ড ও ডোয়াইন প্রিটোরিয়াস দুজনই নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন গুড়াকেশ মোতি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৮ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬.২৯ সন্ধ্যা
এশা ০৭:৪৪ রাত

শনিবার ২৩ আগস্ট ২০২৫