রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২


রশিদের নেতৃত্বে আফগানিস্তানের এশিয়া কাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১২:৪২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আসন্ন এশিয়া কাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার রশিদ খান। ঘোষিত ১৭ সদস্যের দলে স্পিন আক্রমণে রাখা হয়েছে বেশ শক্তি। রশিদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নূর আহমদ ও রহস্য স্পিনার মোহাম্মদ গাজানফার।

২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ সিরিজ জয়ের পর থেকে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি আফগানিস্তান। গত এক বছরে তাদের টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা মাত্র তিনটি। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা, যা শুরু হবে ২৯ আগস্ট।

জিম্বাবুয়ে সফরের দলে থাকা হজরতউল্লাহ জাজাই ও জুবায়েদ আকবরি বাদ পড়েছেন। রিজার্ভে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতেকে। দলে সুযোগ পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং গাজানফার। যদিও তিনি এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি, তবে ওয়ানডেতে ১১ ম্যাচ খেলে ফেলেছেন ১৯ বছর বয়সী এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট তার সেরা পারফরম্যান্স।

অভিজ্ঞতায় ভরপুর স্পিন আক্রমণের সঙ্গে পেস বিভাগে আছেন ফজলহক ফারুকি, নাভিন উল হক, গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটিংয়ে আছেন গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল ও করিম জানাত।

বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ ‘বি’তে খেলবে আফগানিস্তান। তাদের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে।

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফারিদ আহমদ, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে, আব্দুল্লাহ আহমাদজাই।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৮ সন্ধ্যা
এশা ০৭:৪৩ রাত

রবিবার ২৪ আগস্ট ২০২৫