রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২


রোহিত-কোহলির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়ে যা বললেন বিসিসিআই কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ আগষ্ট ২০২৫, ১৫:৫৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ব্যাট হাতে এখনও সুযোগ পেলেই জ্বলে উঠেন বিরাট কোহলি, রোহিত শর্মাও খুব একটা খারাপ ফর্মে নেই। কিন্তু ভারতীয় দুই তারকারই শেষ সময়টা কাটছে বিব্রতকর। যদিও তারা সব গুঞ্জন কতটা গায়ে মাখেন সেটাও বিষয়। রোহিত-কোহলি দুজনের সামনেই আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ওয়ানডের দরজা খোলা। সেই ফরম্যাট থেকেও তারা অবসর নিতে পারেন বলে সাম্প্রতিক সময়ে জোর আলোচনা উঠেছে।

একই প্রসঙ্গ তোলা হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লার কাছে। তার কাছে জানতে চাওয়া হয় রোহিত-কোহলির জন্য বিদায়ী ম্যাচ আয়োজনের বিষয়ে। যে প্রশ্নে বিরক্তই হয়েছেন শুক্লা। ভারতীয় ঘরোয়া লিগ ইউপিটি২০–তে হাজির হয়ে একটি সাক্ষাৎকারে এই বিসিসিআই কর্মকর্তা জানান, ‘ওরা তো অবসর নেয়নি, তাই না? রোহিত ও কোহলি দুজনেই ওয়ানডে খেলছেন। তারা অবসর নেননি, তাহলে তাদের বিদায় নিয়ে এত কথা হচ্ছে কেন?’

সঞ্চালকের প্রশ্নে রাজীব শুক্লা জবাব দেন, ‘তারা দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, সেটা স্বাভাবিক ধাপ। কিন্তু ওয়ানডেতে এখনও খেলছেন। এত চিন্তা করবেন না। বিসিসিআইয়ের নীতি একেবারেই স্পষ্ট, আমরা কাউকে অবসরে যেতে বলি না। খেলোয়াড়রাই নিজেরা সিদ্ধান্ত নেন, এটা তাদেরই একান্ত বিষয়। আর আমরা সেটা সম্মান করি।’

এরপরও অনুষ্ঠানের সঞ্চালক বিষয়টি উল্লেখ করে ভক্তদের পক্ষ থেকে রোহিত-কোহলির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের অনুরোধ জানান। তখন শুক্লা হেসে বলেন, ‘সময় এলে দেখা যাবে। আপনারাই আগে থেকেই তাদের বিদায় আয়োজন করছেন! বিরাট কোহলি খুব ফিট, আর রোহিত শর্মাও দারুণ খেলছেন। তাহলে তাদের বিদায় নিয়ে এত দুশ্চিন্তা কেন?’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই কোহলি ও রোহিত ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দেন। চলতি বছরের মে মাসে কয়েকদিনের ব্যবধানে তারা দুজনেই টেস্ট ক্যারিয়ারে ইতি টানার কথা জানান। এর মধ্যে অবশ্য কোহলির সিদ্ধান্ত ছিল অনেকটাই আচমকা, ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগমুহূর্তে। তখন সাদা পোশাকের ফরম্যাটে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে নানা গুঞ্জন চলছিল। কোহলির অবসর ঘোষণার পর সেই কালো মেঘ সরে যায় বিসিসিআইয়ের সামনে থেকে। এরপর টেস্টের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় শুভমান গিলের হাতে।

২০২৫ আইপিএলের পর থেকে ভারত এখনও কোনো ওয়ানডে খেলেনি। ফলে রোহিত-কোহলি সবশেষ ফরম্যাটটিতে খেলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের পরবর্তী সিরিজ নির্ধারিত রয়েছে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে। ইতোমধ্যে গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে, ২০২৭ বিশ্বকাপে খেলার জন্য দুই অভিজ্ঞ তারকাকে ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে অংশ নিতে বলা হতে পারে। তবে সেটি কার্যকর হয় কি না, তা সময়ই বলে দেবে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৮ সন্ধ্যা
এশা ০৭:৪৩ রাত

রবিবার ২৪ আগস্ট ২০২৫