সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পঞ্চম বোলার হিসেবে টি–টোয়েন্টি ইতিহাসে ৫০০ উইকেট পেয়েছেন তিনি।
রবিবার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এবারের সিপিএলে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসে খেলছেন সাকিব আল হাসান।
এর আগে টি–টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায়। রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এবার তাদের পাশে নাম লেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার দিনে সাকিব অনন্য এক কীর্তিতেও নাম লিখিয়েছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন তিনি। সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচের আগে ২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ছিল ৭,৫৪৯। এই ম্যাচে ১৮ বলে ২৫ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন মোট ৩ উইকেট, হয়েছেন ম্যাচসেরাও।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে শুধু ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভোর (৬,৯৭০ রান ও ৬৩১ উইকেট)। সাকিবরে উইকেট সংখ্যা এখন ৫০২, আর রান ৭,৫৭৪।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)