মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২


বিশ্বকাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি, মার্কিন দূতাবাসের অভিনন্দন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১৮:০০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মার্কিন দূতাবাস সাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়ে এক বার্তাতে দূতাবাস লিখেছে, অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।

এছাড়া, বার্তায় আরও বলা হয়েছে, আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।

আসন্ন নারী বিশ্বকাপে জেসির দায়িত্ব পালন বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হতে যাচ্ছে এবং বাংলাদেশের নারী উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, জেসি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৬ সন্ধ্যা
এশা ০৭:৪১ রাত

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫