সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
আর্সেনালের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে ম্যাচ জিতেছে লিভারপুল। দলবদলের বাজারেও শেষ বাঁশির আগে প্রিমিয়ার লিগ ইতিহাসের রেকর্ড গড়ে আলেক্সজান্ডার ইশাককে দলে ভিড়িয়েছে অল রেডসরা।
সংবাদ মাধ্যম বিবিসি’র মতে, এড অন্সসহ ১৩০ মিলিয়ন পাউন্ড দিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিস স্ট্রাইকার ইশাকের সঙ্গে চুক্তি করেছে লিভারপুল। গত মৌসুমের প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বাধিক গোল করা ২৫ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তির মেয়াদ ৬ বছর।
ইংলিশ সংবাদ মাধ্যমের মতে, ইশাক এরই মধ্যে লিভারপুলে পৌঁছেছেন এবং মেডিকেল টেস্ট দেওয়া শুরু করেছেন। ইংল্যান্ডে দলবদলের দরজা খোলা আছে মাত্র ৭ ঘণ্টা। এর আগেই মেডিকেল সম্পন্ন করে চুক্তির ঘোষণা দিতে পারবে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলটি।
গ্রীষ্মকালীন বাজারে লিভারপুল দু’বার প্রিমিয়ার লিগের দলবদলের রেকর্ড ভাঙল। এর আগে ১০০ মিলিয়নের সঙ্গে ১৬ মিলিয়ন এড অন্স যোগ করে বায়ার লেভারকুসেন থেকে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে কিনেছে রেডসরা।
ওই চুক্তির পরই উইর্টজ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ফুটবলার হয়েছিলেন। ভেঙেছিলেন ১১৫ মিলিয়ন দিয়ে ব্রাইটন থেকে কেনা চেলসির ময়েস কেইসেদোর রেকর্ড। তার আগে প্রিমিয়ার লিগের সবচেয়ে ব্যয়বহুল চুক্তি ছিল ইনজো ফার্নান্দেজ।
মৌসুমের শুরু থেকে ইশাকের নিউক্যাসল ছাড়ার গুঞ্জন ছিল। ক্লাব তার বেতন বৃদ্ধি করে চুক্তি নবায়ন করতে সম্মত না হওয়ায় তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দেন। ক্লাবের প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ কিংবা শুরু হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচও খেলেননি।
লিভারপুলের সঙ্গে ইশাকের চুক্তির শর্তের বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু ক্লাব পর্যায়ে সমঝোতা হচ্ছিল না। লিভারপুল প্রাথমিকভাবে তার জন্য ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছিল। যে প্রস্তাব নাকচ করে দিয়েছিল নিউক্যাসল। অবশেষে দলবদলের দরজা বন্ধের আগে সমঝোতায় হলো তাদের।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)