মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ছবি : সংগৃহীত
বান্ধবীর জন্মদিনে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন লামিনে ইয়ামাল। তবে কিছুদিন আগে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, মাত্র ১৩ দিনের মাথায় ভেঙে গিয়েছে লামিনে ইয়ামালের প্রেম। একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল, আর্জেন্টিনার র্যাপার নিকি নিকোলের সঙ্গে ভালবাসার সম্পর্ক টেকেনি ইয়ামালের। এ বিষয়ে সত্য সামনে আনলেন ইয়ামালের জাতীয় দলের এক সতীর্থ।
গত ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ করেছেন ইয়ামাল। তার জন্মদিনের পার্টির অন্যতম আকর্ষণ ছিলেন নিকোল। পার্টিতে প্রায় সারাক্ষণ ইয়ামালের পাশে ছিলেন তিনি। মূলত তখন থেকেই শুরু হয় জল্পনা। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও পরে ইয়ামাল নিজেই আর্জেন্টিনার র্যাপারের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
কয়েক দিন আগে স্পেনের একাধিক সংবাদমাধ্যম দাবি করে, ইয়ামাল-নিকোলের সম্পর্ক ভেঙে গেছে। সেখানে দাবি করা হয়, তাদের ভালোবাসা ১৩ দিনের বেশি টেকেনি। এতে শুরু হয় নতুন জল্পনা। রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তুরস্কের বিরুদ্ধে জয়ের পর সেই জল্পনায় পানি ঢেলেছেন নিকো উইলিয়ামস।
ম্যাচের পর ইয়ামালের জাতীয় দলের সতীর্থ স্পেনের সাজঘরের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বেশ হাসি মুখে দেখা যাচ্ছে ইয়ামালকে। একটি হাত দিয়ে আলতো করে ঢাকা মুখ। অনেকটা উড়ন্ত চুম্বন দেওয়ার ভঙ্গি। অন্য হাতে মোবাইল ফোন। তার ওয়ালপেপারে নিকোলের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবি।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উইলিয়ামস লিখেছেন, ‘আমাদের ছেলে প্রেমে পড়েছে।’ এই পোস্টেই নিকোলের সঙ্গে ইয়ামালের বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন অ্যাটলেটিকো বিলবাওয়ের স্ট্রাইকার। ১৮ বছরের ইয়ামালের সঙ্গে ২৫ বছরের নিকোলের সম্পর্ক অটুট রয়েছে জানার পর সেই পোস্টে বহু ফুটবলপ্রেমী তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)