বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২


সিপিএলের মাঝেই ডাকাতের অস্ত্রের মুখে ক্যারিবীয় ক্রিকেটার

খেলা ডেস্ক

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) লিগপর্ব চলছে। এরই মাঝে ডাকাতির শিকার হয়েছেন দুই উইন্ডিজ ক্রিকেটার ও সিপিএলের এক কর্মকর্তা। অস্ত্রের মুখে তাদের কাছ থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে সফল হয়নি অস্ত্রধারীরা। এই ঘটনায় ভুক্তভোগী ক্রিকেটার ও কর্মকর্তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বার্বাডোজে একটি ব্যক্তিগত অনুষ্ঠান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। ওই সময় কিছু খাবার কিনতে একটি জায়গায় থেমেছিলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার এবং সিপিএলের এক কর্মকর্তা। ধস্তাধস্তির একপর্যায়ে একটি আগ্নেয়াস্ত্র পড়ে যায়, যা পরে পুলিশ উদ্ধার করেছে।

জানা গেছে, ওই ঘটনায় সৌভাগ্যক্রমে কেউ আহত হননি, তবে বিষয়টি জানতে পেরে দেশটির ক্রিকেট মহলে বেশ আলোচনা চলছে। এখনও ভুক্তভোগী দুই খেলোয়াড় ও ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। এদিকে, বার্বাডোজ পুলিশ সার্ভিস জানিয়েছে, অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সিপিএলের ফ্র্যাঞ্চাইজি সেন্ট কিটস কর্তৃপক্ষ বলছে, তাদের খেলোয়াড় ও সিপিএল কর্মকর্তা বর্তমানে নিরাপদ আছেন। তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন ভুক্তভোগীরা। এ ছাড়া সিপিএলের এক মুখপাত্র জানান, লিগের সর্বোচ্চ অগ্রাধিকার হলো সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা। বিষয়টি বর্তমানে পুরোপুরি পুলিশের হাতে রয়েছে।

এদিকে, এমন ঘটনার মাঝেই সেন্ট কিটস এন্ড প্যাট্রিয়টস আগামীকাল (১২ সেপ্টেম্বর) সকালে কেনসিংটন ওভালে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে। এই মুহূর্তে চলছে তাদের পরবর্তী ম্যাচের প্রস্তুতি। তবে ছিনতাইয়ের ঘটনায় দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত চলাকালে গোপনীয়তা রক্ষার স্বার্থে সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:২৩ বিকেল
মাগরিব ০৬.১০ সন্ধ্যা
এশা ০৭:২৩ রাত

বৃহঃস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫