শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


শেখ জামালকে হারাল চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্সের ড্র

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১০

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দেশের শীর্ষ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর প্রত্যাবর্তনটা খুব সুখকর হয়নি। লিগের মাঝপথে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরেছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে শেখ জামালকে হারিয়েছে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি বল দখল ও আক্রমণে জামালই খানিকটা এগিয়ে ছিল। জামালের ফাহিম একবার বল জালেও পাঠিয়েছিলেন। অফ সাইডে সেই গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী দুর্দান্ত পারফরম্যান্স করে। এই অর্ধে দু’টি গোল আদায় করে চট্টলার দলটি । ৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেন মান্নাফ রাব্বি। একক প্রচেষ্টায় ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পাশ দিয়ে নিঁখুতভাবে নিশানাভেদ করেন রাব্বি।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া ছিল শেখ জামাল। উল্টো ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে ডেভিড ইফেগুই গোল করে চট্টগ্রাম আবাহনীর জয় সুনিশ্চিত করেন। লিগে ৬ ম্যাচে চারটিতে হেরে শেখ জামাল আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী প্রথম জয়ে ৬ পয়েন্টে গোল ব্যবধানে অষ্টম স্থানে।

দিনের অন্য ম্যাচে রাজশাহী ফর্টিজ এফসি’র বিপক্ষে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফর্টিজ ম্যাচে দুই বার পিছিয়ে পড়ে সমতা আনে। প্রথমার্ধে রাব্বির গোলে ব্রাদার্স লীড নেয়। ৪১ মিনিটে ম্যাচে সমতা আনে ফর্টিজের ওমর। ৬৯ মিনিটে সুফিলের গোলে ব্রাদার্স আবার লিড নেয়। নয় মিনিট পর ফর্টিজ সমতা আনে আরেক বিদেশি ফুটবলার ভ্যালেরির গোলে।

ব্রাদার্স ইউনিয়ন এক পয়েন্ট নিয়েও ৬ ম্যাচ শেষে টেবিলে সবার নিচেই। ফর্টিজ সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪