মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
ফাইল ছবি
ওয়ানডেতে জয়ের জন্য মরিয়া ছিল বাংলাদেশ। তার জন্য হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেটকে ফের স্পিন-স্বর্গে পরিণত করার পক্ষেও কেউ রাখঢাক রাখছেন না। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২০৭ রানের পুঁজি নিয়েও ৭৪ রানে জিতেছে। এরপর স্কোয়াডে বাড়তি স্পিনার যোগ করা হয়। দ্বিতীয় ওয়ানডের একাদশেও তাই বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে স্বাগতিকরা।
আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচে আলোচনার তুঙ্গে ছিল মিরপুরের কালো উইকেট। এই ম্যাচেও যথারীতি স্পিন-বিষে ক্যারিবীয়দের বধ করার লক্ষ্যে নামবে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচের দেখা মিলেছে। যে কারণে বাড়তি স্পিনার নামানোরই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দ্বিতীয় ওয়ানডের আগে স্কোয়াডে যুক্ত হওয়া নাসুম আহমেদ একাদশেও ঢুকতে পারেন তাসকিনের বদলে। তেমনটা হলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তানভীর ইসলামের সঙ্গে দেখা যাবে নাসুমকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন তো আছেন–ই। এ ছাড়া গত ম্যাচের একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা কম।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, খারি পিয়েরে ও জেইডেন সিলস।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)