শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:২৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাওয়ার প্লেতে বেশ খরুচে ছিলেন শরিফুল ইসলাম। তার বাজে বোলিংয়ের সুযোগে নিয়ে শক্ত ভিত গড়ে আয়ারল্যান্ড। তবে মাঝের ওভারগুলোতে স্পিনারদের পাশাপাশি দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তার পরও ১৮০ ছাড়ানো সংগ্রহ গড়েছে আইরিশরা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর।

দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম করেছেন ৩২ রান।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। তার সামনে মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায়া আইরিশরা।

এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান। আর শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কুর্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫