শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২


আইপিএলের নিলামে কোটিপতি হলেন যারা

খেলা ডেস্ক

প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ১৮:০২

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৩ সালে শুরু হওয়া মেয়েদের আইপিএল বা ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে গেল গতকাল (বৃহস্পতিবার)। ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজি লিগটির চতুর্থ আসর বসতে যাচ্ছে। যার জন্য ৬৭ ক্রিকেটার কিনতে ৪০.৮ কোটি রুপি খরচ করেছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। যেখানে কোটিপতি বনে গেছেন বিভিন্ন দেশের ১১ ক্রিকেটার।

এর আগে আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার রেকর্ড ছিল ভারতীয় টপঅর্ডার ব্যাটার স্মৃতি মান্দানার (৩.৪০ কোটি রুপি)। এরপর ৩.২০ কোটি রুপিতে বিক্রি হন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের তারকা ন্যাট-শাইভার ব্রান্ট। ২০২৬ আসরে তারা তিনজনকেই সমান ৩.৫০ কোটি রুপিতে ধরে রেখেছে গত আসরের ফ্র্যাঞ্চাইজি। ফলে আসন্ন আসরেও স্মৃতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গার্ডনার গুজরাট জায়ান্টস এবং ন্যাট-শাইভার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলবেন।

এবারের নিলামে সর্বোচ্চ ৩.২০ কোটি রুপিতে দল পেয়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার দিপ্তী শর্মা। যা ডব্লিউপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সমান পারিশ্রমিকে এর আগে গার্ডনার-ন্যাট শাইভার খেলেছিলেন। দিপ্তীকে রাইট টু ম্যাচ (আরটিএম) পদ্ধতিতে আবারও কিনে নিয়েছে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। এ ছাড়া নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কেরকে ৩ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স এবং শিখা পান্ডেকে ২.৪০ কোটি রুপিতে নিয়েছে মুম্বাই।

মেগা নিলামে কোটিপতি হলেন যারা (ভারতীয় রুপি অনুসারে)

১. দিপ্তী শর্মা (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) ৩.২০ কোটি

২. অ্যামেলিয়া কের (মুম্বাই ইন্ডিয়ান্স) ৩ কোটি

৩. শিখা পান্ডে (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) ২.৪০ কোটি

৪. সোফি ডিভাইন (গুজরাট জায়ান্টস) ২ কোটি

৫. মেগ ল্যানিং (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) ১.৯০ কোটি

৬. শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস) ১.৩০ কোটি

৭. চিনেল হেনরি (দিল্লি ক্যাপিটালস) ১.৩০ কোটি

৮. ফোবে লিচফিল্ড (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) ১.৩০ কোটি

৯. লরা উলভার্ট (দিল্লি ক্যাপিটালস) ১.১০ কোটি

১০. আশা সোবহানা (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) ১.১০ কোটি

১১. জর্জিয়া ওয়ারহ্যাম (গুজরাট জায়ান্টস) ১ কোটি

নারী আইপিএলের নিলামে সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলির দল না পাওয়ার ঘটনা। এর নেপথ্য কারণ হিসেবে অলরাউন্ডারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা আলোচিত হচ্ছে। এ ছাড়া ইংল্যান্ডের হিদার নাইট, অ্যামি জোনসও এই নিলামে দল পাননিবাংলাদেশ থেকে নিলামে ডাকা হয় দু’জনের নাম, এর মধ্যে অনেকে সম্ভাবনা দেখলেও পেসার মারুফা আক্তারও অবিক্রিত থেকে গেছেন

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫