বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


রোনালদোর মতো সেলিব্রেশন করা নিয়ে যা বললেন শহিদুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৩

ফাইল ছবি

ফাইল ছবি

ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত বল করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার শহিদুল ইসলাম। গতকাল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে আলোচিত আর অভিজ্ঞতায় ঠাসা বরিশালকে আটকে রাখার পেছনে বড় ভূমিকা ছিল এই পেসারের। ৩ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরাও।

তবে এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছে তার সেলিব্রেশন। তামিম ইকবালকে আউট করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাইলে এই পেসার বলেন, 'রোনালদোকে আমার ভালো লাগে। মেসিকেও ভালো লাগে। একটু চেষ্টা ছিল রোনালদোর মতো করার। উনার হার্ড ওয়ার্কিংয়ের জন্য রোনালদোকে ভালো লাগে। চেষ্টা করেছি ওরকম উদযাপন করার। আমার কাছে মনে হয় পুরোপুরি ভালোভাবে হয়নি… প্র্যাকটিস করব! মেসির উদযাপন মনে নাই।’ তবে একপর্যায়ে নিজের পছন্দের দলটাও জানিয়ে দিলেন তিনি। বললেন, ‘ভাই আমি আর্জেন্টিনা!’

ম্যাচ সেরার বিষয়ে শহিদুল বলেন, 'স্লগে শেষের দিকে সে-ই জেতে যার মাথা একটু ঠাণ্ডা থাকে। হোক সেটা ব্যাটার কিংবা বোলার। যে মাথা ঠাণ্ডা রেখে ঐ সময় বল করতে পারবে তার জন্য সফল হওয়ার সম্ভাবনা বেশি। চেষ্টা করেছি যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে যেন সিদ্ধান্ত নিতে পারি। যাতে তাদের জোনে বল না পায়। ঐ চেষ্টাই করেছি, আলহামদুলিল্লাহ হয়েছে।'

আগামীতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান শহিদুল, 'এটা আমার কাছেও মনে হয়। গত কয়েক বিপিএলেই, শেষের দিকে ওভার আলহামদুলিল্লাহ আমার ভালো হচ্ছে। হয়ত পরিকল্পনা ঠিক আছে। এই পরিকল্পনাতেই ঠিক থাকতে চাই। আমার পরিকল্পনা সাধারণ- যেটা ভালো পারি সেটাই করব। সবচেয়ে বড় জিনিস মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া।'

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০২৪