সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ফাইল ছবি
ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। গতকাল (রোববার) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনাতে অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
১৬ দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ৫ হাজার দর্শকের সামনে ব্রাজিল দাপট দেখায়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলি গোলমুখ খোলেন। গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় গোল্ডেন বলের পাশাপাশি টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জেতেন তিনি। সাত গোল ও দুই অ্যাসিস্ট তার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আমানদিনহা। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করেন। ব্রাজিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো। আর সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করা পর্তুগাল হলো রানার্সআপ।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে। লরা কর্দোবা স্পেনের জয়ে দুই গোল করেন।
প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।
ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া পর্তুগালের বিপক্ষে এই জয়কে শুধু একটি ট্রফি জয়ে সীমাবদ্ধ রাখতে চান না। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় একটি বড় ছাপ রেখে যাচ্ছে, কারণ এটি (দেশে) স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। তাতে করে আরও ভালো কোচ এবং খেলোয়াড় জন্মাবে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)